নিরাপত্তা না নিষ্ঠুরতা!

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
বাক্সবন্দি দুই শিশু
অনেক বাবা-মা ছোট্ট শিশুকে বাড়িতে রেখে একসঙ্গে কাজে বের হন। তবে তাদের অনুপস্থিতিতে সন্তানের কোনো না কোনোভাবে তাদের দেখাশোনারও ব্যবস্থাও করেন তারা। তবে ব্রাজিলের এক দম্পতি সন্তানদের নিরাপত্তার জন্য এমন এক নিষ্ঠুর ঘটনা ঘটিয়েছেন যা স্থানীয় প্রশাসনকেও ভাবিয়ে তুলেছে। জানা গেছে, ব্রাজিলের এস্পিরিত্তো সান্তো প্রদেশের অপরেসিডিনহা অঞ্চলে বেনামি ফোন কল পেয়ে সম্প্রতি এক কৃষকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়ে দেখেন অনেকটা খঁাচার মতো দেখতে একটা ছোট কাঠের বাক্সে তিন বছরের ছোট্ট দুই যমজ ভাইকে চেইনসহ তালা মেরে রাখা হয়েছে। বাক্সটায় বালিশ তো দূরে থাক, একটা খেলনা পযর্ন্ত নেই। এ ঘটনায় হতবাক পুলিশ কমর্কতার্রা শিশু দুইটিকে উদ্ধার করে নিয়ে আসেন পুলিশ স্টেশনে। এরপরই শিশুদের সঙ্গে অমানবিক ব্যবহারের কারণে গ্রেপ্তার করা হয় তাদের কৃষক বাবা-মাকে। আপাতত শিশু দুটিকে একটা আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।