প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলায় সন্ত্রাসী আলাউদ্দিন গ্রেপ্তার

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিনর্ যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার রাতে চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আলাউদ্দিন (৪৩) সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। র্ যাব-৬ সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াডন লিডার ইশতিয়াক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা তার গাড়িবহরে হামলা চালায়। এ ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনসহ পৃথক ৩টি মামলা হয়। মামলাগুলোর বিচার শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় চলতি বছরের ১৮ এপ্রিল সাতক্ষীরার স্পেশাল ট্রাইবু্যনাল-৩ এর বিজ্ঞ আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দেন।