আইইউএসের নতুন ভিসি ড. মো. আবদুস সাত্তার

প্রকাশ | ০৩ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ড. মো. আবদুস সাত্তার
প্রফেসর ড. মো. আবদুস সাত্তার ১ মার্চ 'দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স'র উপাচার্য হিসেবে যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য, রাষ্ট্রপতি যোগদানের তারিখ হতে চার বছরের জন্য প্রফেসর ড. মো. আবদুস সাত্তারকে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করেন। প্রফেসর ড. মো. আবদুস সাত্তার ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গণিত শাস্ত্রের ওপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ফ্রি ইউনিভার্সিটি অব ব্রাসেলস্‌, বেলজিয়াম হতে পিএইচডি ডিগ্রি অর্জন করে ১৯৭৪ সালের জুন থেকে শিক্ষকতা জীবন শুরু করেন। এর আগে তিনি বিট্রানিয়া ইউনিভার্সিটি, কুমিলস্নার উপাচার্য এবং নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি