ঢাকা ওয়াসা ও ডঙচং এর উদ্যোগে ওয়ার্কশপ

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
স্থানীয় একটি হোটেলে রোববার ঢাকা ওয়াসা ডঙচং (ডধঃবৎ ঙঢ়বৎধঃড়ৎং চধৎঃহবৎংযরঢ়ং) এর যৌথ উদ্যোগে একটি ওয়ার্কশপের আয়োজন করে। এতে স্বাগত বক্তব্য রাখেন রোমারিও রাজকোয়েমার (গৎ. জড়সধহড় জধফলশড়বসধৎ), প্রোগ্রাম ম্যানেজার, ভিটেন্স এভিডিস (ঠরঃবহং ঊারফবং, ঞযব ঘবঃযবৎষধহফং) কী নোট স্পিকার ছিলেন ভিটেন্স এভিডিসের রিজিওনাল ডাইরেক্টর ডক্টর আদ্রিয়ান মেলস (উৎ. অফৎরধধহ গবষং)। গেস্ট অব অনার ছিলেন গৎ. ঞযরলং ডড়ঁফংঃৎধ, ঐ.ঊ.- উবঢ়ঁঃু অসনধংংধফড়ৎ, ঞযব ঘবঃযবৎষধহফং ঊসনধংংু, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার সুজিত কুমার বালা এবং মুস্তাকিম বিলস্নাহ ফারুকী, অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ। বিশেষ অতিথি ছিলেন গং. ঔঁষরব চবৎশরহং, (টঘ ঐধনরঃধঃ, এডঙচঅ)। অনুষ্ঠানের ডঙচং এর সঙ্গে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপের সভাপতি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান বলেন, ডঙচং (ডধঃবৎ ঙঢ়বৎধঃড়ৎং চধৎঃহবৎংযরঢ়ং) পানি সরবরাহ ব্যবস্থাপনার একটি চমৎকার আধুনিক পদ্ধতি। এর ফলে সবপক্ষের সহযোগিতার হাত প্রশস্ত হয় এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পানি সরবরাহ করা সম্ভব হয়। এখানে লাভ লোকসানের কোনো বিষয় নেই; বরং সহযোগিতাই মুখ্য। এই ওয়ার্কশপের মাধ্যমে তিনি ডঙচ২ এর সমাপ্তি ঘোষণা করেন এবং ডঙচ৩ এর উদ্বোধন করেন। মধ্যাহ্ন ভোজের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি