কোরবানের জালে ধরা পড়ল ১৬ কেজি ওজনের পাঙাশ

প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় কোরবান আলী নামে এক জেলের ইলিশের জালে ধরা পড়েছে ১৬ কেজি ২০০ গ্রাম ওজনের এক পাঙাশ মাছ। বৃহস্পতিবার সকালে মাছটি ধরা পড়ে। কুয়াকাটা মেয়র বাজারের তামান্না ফিশের আড়তে এনে নিলামের মাছটি বিক্রি করা হয়। শাহাবুদ্দিন গাজী নামে এক মৎস্য ব্যবসায়ী ১ হাজার ২০০ টাকা কেজি ধরে ১৯ হাজার ৪৪০ টাকায় মাছটি কিনে নেন। মৎস্য ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন গাজী বলেন, এই পাঙাশটা মূলত বঙ্গোপসাগরে জেলেদের ইলিশের জালে ধরা পড়েছে। মাঝেমধ্যে এ রকম বড় মাছ জেলেদের জালে প্রায়ই ধরা পড়ে। তবে এত বড় পাঙাশ ছোট নৌকায় সব সময় মিলে না। এই মাছটি ১ হাজার ২০০ টাকা কেজি দরে আমি কিনেছি। আশা করছি, ভালো দামে ঢাকায় বিক্রি করতে পারব। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে বছরে দু'বার মাছ ধরায় নিষেধাজ্ঞার পাশাপাশি মাছের প্রজনন বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেরা লাভবান হচ্ছেন।