ভ‚মিকম্পে বেরিয়ে এলো প্রাচীন মন্দির

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভ‚মিকম্প সাধারণত বিধ্বংসী রূপ নিয়েই দেখা দেয়। কিন্তু সম্প্রতি মেক্সিকোর এক ভ‚মিকম্পই সুখবর এনে দিয়েছে প্রতœতাত্তি¡কদের। ভ‚মিকম্পের ফলে দেশটির একটি পিরামিডের ভেতরে সন্ধান পাওয়া যায় প্রাচীন এক মন্দির, যা এতদিন ছিল অনাবিষ্কৃত। ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে ৭.১ মাত্রার একটি ভ‚মিকম্প হয়। এ ভ‚মিকম্পে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে ছিল মেক্সিকো সিটির ৭০ কিলোমিটার দক্ষিণে তিওপানজলকো পুরাকীতির্ নিদশের্নর একটি পিরামিড। এরপর প্রতœতাত্তি¡করা রাডারের সাহায্যে ১৩ শতকের এ পিরামিডটির ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতে গিয়েই এর ভেতর খুঁজে পান প্রাচীন এক উপাসনালয়। প্রতœতাত্তি¡করা বলছেন, মন্দিরটি ৮০০ বছরের বেশি সময় ধরে পিরামিডের ভেতর অনাবিষ্কৃত অবস্থায় ছিল।