বিআইএইচআরএম'র অষ্টম সাপস্নাই চেইন কনভেনশন অনুষ্ঠিত

প্রকাশ | ২২ অক্টোবর ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সাপস্নাই চেইন ডিপার্টমেন্ট আয়োজিত অষ্টম সাপস্নাই চেইন কনভেনশন শুক্রবার কেআইবিতে অনুষ্ঠিত হয়। দুই শতাধিক প্রফেশনালদের অংশগ্রহণে অনুষ্ঠানে বিভিন্ন সাপস্নাই চেইন প্রফেসনালরা দেশের সরবরাহ ব্যবস্থাপনার উন্নতিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন। সাপস্নাই চেইনের দক্ষতা বৃদ্ধিতে বিআইএইচআরএম ২০০২ সাল থেকে বিভিন্ন কোর্স পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে পিজিডি সাপস্নাই চেইন, চার্টার্ড সাপস্নাই চেইন প্রফেশনাল এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অন্যতম। দক্ষিণ এশিয়ার সেরা সাপস্নাই চেইন ইনস্টিটিউটের স্বীকৃতিও পেয়েছে প্রতিষ্ঠানটি। দেশের একমাত্র সাপস্নাই চেইন ইনস্টিটিউট হিসেবে ফার্মগেট তেজগাঁওয়ে ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানটির রয়েছে দেশে ও বিদেশের ডিগ্রিধারী এবং আন্তর্জাতিক কাজের অভিজ্ঞতাসম্পন্ন ফাকাল্টি। এই প্রতিষ্ঠানের বিশ্বসেরা কোর্স মেট্যারিয়াল, সিলেবাস, ইন্ডাস্ট্রি রিলেটেড কন্টেন্টস, ব্যবহারিক পর্যালোচনা, কেস স্টাডি, সমস্যার সমাধান এবং যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অংশগ্রণকারীদের এমপস্নয়াবিলিটি বাড়ায়। এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানটির গবেষণা কার্যক্রম আরও জোরদার করার মাধ্যমে দেশের অর্থনীতিতে আরও অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি