এস আলম গ্রম্নপকে আরও কর ছাড়

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
এস আলম গ্রম্নপের প্রতিষ্ঠান এসএস পাওয়ার-১ লিমিটেডকে স্ট্যাম্প ডিউটি (কর) বাবদ ৩ হাজার ১৭০ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার ৮০১ টাকা মওকুফের পর, এবার এসএস পাওয়ার-আই লিমিটেডকে আয়কর ছাড় দিল সরকার। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সুবিধা দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর সেকশন ৪৪ এর সাব-সেকশনের (৪) ক্লাজ (বি)-তে প্রদত্ত ক্ষমতাবলে, সরকার পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এবং এসএস পাওয়ার আই লিমিটেডের মধ্যে ২০১৬ সালের ১৬ ফেব্রম্নয়ারি স্বাক্ষরিত ইমপিস্নমেন্টেশন এগ্রিমেন্টের সেকশন ১২.২ এ উলিস্নখিত লেন্ডার কর্তৃক এসএস পাওয়ার আই লিমিটেডকে প্রদত্ত ঋণ হতে উদ্ভূত ফি আয়ের ওপর প্রদেয় আয়কর অব্যাহতি প্রদান করা হলো। এটা অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ২০ ফেব্রম্নয়ারি এসএস পাওয়ার-১ লিমিটেডকে স্ট্যাম্প ডিউটি (কর) বাবদ ৩ হাজার ১৭০ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার ৮০১ টাকা মওকুফ করে সরকার। ওই দিন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কর মওকুফ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রামের বাঁশখালীতে ৬১২ মেগাওয়াটের দুটি কয়লাভিত্তিক বিদু্যৎকেন্দ্র নির্মাণের জন্য ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট এবং ফাইনান্সিং ডকুমেন্টসের অন্তর্ভুক্ত দলিলাদি রেজিস্ট্রেশনের ওপর আরোপিত স্ট্যাম্প ডিউটি বাবদ এই কর মওকুফ করা হলো।