পাশাপাশি দুই উপজেলায় গুলিবিদ্ধ দুই লাশ

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার সীমানায় পাশাপাশি দুই উপজেলা জীবননগর ও মহেশপুরে দেড়শ গজের ব্যবধানে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে রাস্তার পাশে। নিহতদের মধ্যে একজন ছিনতাই ও ডাকাতি মামলার আসামি। 'সন্ত্রাসীদের নিজেদের কোন্দলের জেরে' তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। তবে অন্যজনের পরিচয় জানা যায়নি। দুই ঘটনার মধ্যে কোনো যোগাযোগ আছে কি না, সে বিষয়েও পুলিশ স্পষ্ট কিছু বলেনি। একটি লাশ পাওয়া গেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের সন্ন্যাসীতলায়। আর ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামে পাওয়া গেছে অন্যটি লাশটি। জীবননগর থানার ওসি শেখ গনি মিয়া জানান, গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সন্ন্যাসীতলা এলাকায় গিয়ে জিন্স আর নীল শার্ট পরিহিত এক যুবকের লাশ উদ্ধার করে। তার মাথা ও বুকে গুলির চিহ্ন ছিল। পরে জানা যায়, ওই যুবকের নাম ইমরান হোসেন (২৬)। সে আলমডাঙ্গা শহরের মসজিদ পাড়ার আব্দুর রহমানের ছেলে। 'ইমরান অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত ছিল বলে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে আলমডাঙ্গা ও কুষ্টিয়ার মিরপুর থানায় ডাকাতি ও ছিনতাইয়ের অন্তত ১০টি মামলা রয়েছে। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি।' অন্যদিকে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালেহ উদ্দিন বলেন, কালীগঞ্জ-জীবননগর সড়কের কানাইডাঙ্গাগ্রামের ইটভাটার সামনে রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সকাল ৮টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। 'নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর, তার পরনে ছিল জিনস, গায়ে টি শার্ট। গুলিবিদ্ধ লাশের হাত-পা বাঁধা ছিল। তার পরিচয় জানা যায়নি।' অতিরিক্ত পুলিশ সুপার বলেন, 'অন্য কোনো স্থানে হত্যার পর লাশটি ওই জায়গায় ফেলে গেছে বলে মনে হচ্ছে। তার মাথা ও বুকে গুলির চিহ্ন আছে। লাশের পাশেও একটি গুলি ছিল।' ময়নাতদন্তের জন্য লাশটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।