৩৬ সোনার বার নিয়ে আটক দুই বিমানবালা

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের দুই বিমানবালাকে চার কেজির বেশি সোনাসহ আটক করেছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা। ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার অথেলো চৌধুরী বলেন, সোমবার মধ্য রাতে ফারজানা আফরোজ (৩২) ও সায়মা আক্তারকে (৪০) এসব সোনার বারসহ আটক করা হয়। তিনি বলেন, রোববার দিবাগত রাত ২টার পর বিমানবন্দরের ১০ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় টহলে থাকা কাস্টমসের টহল দলের সদস্যরা সৌদি আরব থেকে আসা সৌদি এয়ারলাইন্সের এসভি৮০২ নম্বর ফ্লাইটের দুইজন এয়ার হোস্টেসকে অনুসরণ করেন। গ্রিন চ্যানেল অতিক্রমের পর তাদের কাছে শুল্ক-কর আরোপযোগ্য কোনো পণ্য আছে কিনা জানতে চাইলে প্রথমে তারা অস্বীকার করেন বলে জানান অথেলো চৌধুরী। পরবর্তীতে মহিলা কর্মকর্তাদের মাধ্যমে তাদের দেহ তলস্নাশি করে ৩৬টি সোনার বার পাওয়া যায়। মোট চার কেজি ২০০ গ্রাম ওজনের এসব সোনার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১০ লাখ টাকা বলে জানান কাস্টমস উপকমিশনার অথেলো চৌধুরী। এ ঘটনায় কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিয়ে আটক দুইজনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।