ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন নৈশভোজ

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন নৈশভোজ ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপেস্নক্সের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়। নৈশভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলাম। শুরুতে প্রধান অতিথি কোর্সে অংশ নেওয়া দেশি ও বিদেশি কোর্স সদস্য, ফ্যাকাল্টি মেম্বার ও স্টাফ অফিসারদের আন্তরিক অভিনন্দন জানান। এছাড়া এনডিসির উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রীর সদয় পৃষ্ঠপোষকতা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশ নেওয়া সশস্ত্রবাহিনী, বেসামরিক প্রশাসন ও বিদেশি কোর্স মেম্বারদের পক্ষ থেকে সিনিয়র কোর্স মেম্বাররা বক্তব্য রাখেন। কোর্স কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য তারা এনডিসির কমান্ড্যান্ট, সব ফ্যাকাল্টি, স্টাফ অফিসার ও সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধন্যবাদ জানান। এ বছর বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে ৪৩ জন, বেসামরিক প্রশাসনের ১৩ জন এবং বন্ধুপ্রতীম ১৭টি দেশের ২৯ জনসহ মোট ৮৫ জন কোর্স মেম্বার ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৩-এ অংশ নেন। অন্যদিকে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে ৫৬ জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৩ সম্পন্ন করেন। আইএসপিআর