গামের্ন্ট শ্রমিকদের বতর্মান বেতন সঠিক নয়: নৌমন্ত্রী

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

মাদারীপুর প্রতিনিধি
গামের্ন্ট শ্রমিকদের বতর্মান বেতন সঠিক নয় বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, গামের্ন্ট সেক্টরের শ্রমিকদের জন্য বতর্মানে ৫ হাজার টাকার যে বেতন কাঠামো রয়েছে তা কোনোভাবেই সঠিক এবং গ্রহণযোগ্য নয়। বুধবার সকালে মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ ও ফলদ মেলার উদ্বোধনের আগে গামের্ন্ট শ্রমিকদের বেতন ১৬ হাজার টাকা করার দাবিতে আগামী ২১ জুলাই শাহবাগে আন্দোলনের ডাক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী এ সময় গামের্ন্ট শ্রমিকদের বিভিন্ন সংগঠনের ডাকা আন্দোলন প্রসঙ্গে বলেন, ‘সরকার মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে বসে আলোচনা করে একটি সঠিক বেতন কাঠামো নিধার্রণ করবে বলেও তিনি বিশ্বাস করেন।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শ্রমিকদের জন্য অনেক সেক্টরেই বেতন কাঠামো করেছেন, এখানেও (গামের্ন্ট) তিনি একটি গ্রহণযোগ্য বেতন কাঠামো নিধার্রণ করবেন।’ এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিএমএ গফুরসহ অন্যরা।