জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার সারা দেশে ২৬টি বাজারে অভিযান চালিয়ে ছয় লাখ ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে। এর মধ্যে ৭০টি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তাদের তিনটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে চারটি প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভোক্তাদের উৎসাহিত করার জন্য ১১ হাজার ২৫০ টাকা কমিশন দেয়া হয়। অধিদপ্তর সূত্রে জানা যায়, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভোক্তাদের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মামলা করার বিষয়ে উৎসাহিত করার উদ্দেশ্যে জরিমানার ২৫ শতাংশ কমিশন হিসেবে ভোক্তাকে প্রদান করা হয়। ফলে দিন দিন মামলার পরিমাণ বাড়ছে। বিজ্ঞপ্তি