বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতে ৮৮টি মামলা

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বুধবার সকাল ১০টা হতে বিকেল ৫টা পযর্ন্ত বাংলাদেশ রোড ট্রান্সপোটর্ অথরিটির (বিআরটিএ) ৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসব আদালত পরিচালনার মাধ্যমে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর অধীনে ৮৮টি মামলায় ২ লক্ষ ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়, দুজন ড্রাইভারকে বিভিন্ন মেয়াদে কারাদÐ প্রদান, ৩টি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ এবং ৭টি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়। এর মধ্যে বিআরটিএর নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মুনিবুর রহমানের নেতৃত্বে রাজধানীর মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতে ১৮টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কঁাচপুর এলাকায় নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ১৮টি মামলায় ৬৯ হাজার টাকা জরিমানা আদায়, দুজন ড্রাইভারকে বিভিন্ন মেয়াদে কারাদÐ প্রদান, ৩টি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ এবং ৩টি মোটরযানের কাগজপত্র জব্দ করে। নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে ঢাকার সচিবালয় এলাকায় ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২১টি মামলায় ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ৪টি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়। নতুন বাজার এলাকায় নিবার্হী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর রহিম সুজনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ৩১টি মামলায় ৭৪ হাজার টাকা জরিমানা আদায় করে। বিজ্ঞপ্তি