ঢাকার পলস্নবীতে বিস্ফোরণে যুবলীগ নেতা দগ্ধ

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকার পলস্নবীতে নিজের অফিসে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন যুবলীগের এক নেতা। শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র বিস্ফোরণে তিনি আহত হন বলে পুলিশের ধারণা। আহত আশিকুল ইসলাম (৫০) যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি, তিনি ওয়ার্ড আওয়ামী লীগেরও নেতা। তার সঙ্গে ফজলুল হক (৫০) নামে তার এক বন্ধুও অগ্নিদগ্ধ হয়েছেন। আশিক রাজনীতির পাশাপাশি ঠিকাদারি করেন। পলস্নবী ডি বস্নকের মুসলিম বাজার এলাকার ১৮ নম্বর রোডের একটি বাড়িতে তার অফিস। বুধবার বিকালে ওই অফিস থেকেই আশিক ও ফজলুলকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়। আশিককে যারা হাসপাতালে নিয়ে আসেন, তারা সাংবাদিকদের বলেন, ৬ তলা ওই ভবনের নিচতলার অফিসে বন্ধুকে নিয়ে ছিলেন আশিক। বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির দরজাও ভেঙে যায়। পলস্নবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, 'ধারণা করা হচ্ছে এসি বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন।' বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আশিকের দেহের ২৬ শতাংশ ও ফজলুলের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের কেউ আশঙ্কামুক্ত নন।