বিসিসিতে হোল্ডিং ট্যাক্স বাড়ছে না, বাড়ছে শ্রমিকদের বেতন

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

বরিশাল অফিস
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট গুণীজন প্রায়ত নিখিল সেনের নামে বরিশাল নগরের ঝাউতলা দ্বিতীয় গলির নামকরণ করা হচ্ছে। গত বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুলস্নাহর সভাপতিত্বে জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ওই সভায় সিটি করপোরেশন এলাকায় গভীর নলকূপ স্থাপনের ফি কমানো, ২০১৬ সালের গেজেট অনুযায়ী হোল্ডিং ট্যাক্সের রেইট বহাল রাখা, পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত শ্রমিকদের বেতন ৭৫০০ টাকা থেকে ৯০০০ টাকায় উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সভাসূত্রে জানা গেছে, আহসান হাবিব কামাল মেয়র থাকাকালীন সময়ে ২০১৭ সালের ৬ মার্চ অনুষ্ঠেয় ৩য় পরিষদের ১২তম সাধারণ সভায় আলোচ্য সূচি-৮ বিবিধ (ক) এর গৃহীত সিদ্ধান্ত মতে ১.৫ ইঞ্চি গভীর নলকূপ বসানোর ফি আবাসিক ২৫ হাজার টাকা ধার্য করা হয়। কিন্তু নগরবাসীর দুর্ভোগ লাঘব করতে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুলস্নাহ ২৫ হাজার টাকা থেকে কমিয়ে ১৫ হাজার টাকা এবং বর্ধিত এলাকার জনগণের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে ২৫ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নেন। তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গভীর নলকূপ না বসানোর জন্য নগরবাসীকে অনুরোধ জানান মেয়র। সভায় মেয়র বলেন, দায়িত্ব গ্রহণ করার পর থেকেই নগরবাসীর হোল্ডিং ট্যাক্স (কর) না বাড়ানোর পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করি। এর বাস্তবায়নে ২০১৮ সালের নভেম্বর মাসে আদর্শ কর তফসিলে উলিস্নখিত কর আরোপ করলে নগরবাসীর দুর্ভোগ বাড়বে তাই ২০১৬ সালের ২৪ জানুয়ারির কর তফসিলের হোল্ডিং ট্যাক্স বহাল থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া সভায় নগর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত শ্রমিকদের জীবনমানের উন্নয়নের কথা চিন্তা করে বেতন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে শ্রমিকদের প্রতি মাসের বেতন ৭ হাজার ৫শ টাকা থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা প্রদান করা হবে। সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল হাসান, সচিব মো. ইসরাইল হোসেন ও কাউন্সিলর প্রমুখ।