সৈকতে অদ্ভুত দর্শন দৈত্যাকৃতির মাছ

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি সৈকতে দৈত্যাকৃতির, অদ্ভুত দর্শন একটি মাছ ভেসে আসার পর এর ছবিগুলো ভাইরাল হয়েছে। এক দশমিক ৮ মিটার (৬ ফুট) লম্বা এই নমুনাটিকে বিশেষজ্ঞরা একটি সামুদ্রিক সানফিশ হিসেবে শনাক্ত করেছেন। ওই এলাকার একদল জেলে সৈকতের বালির ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় প্রথম মাছটিকে দেখতে পান। প্রথমে এটিকে ভেসে আসা বড় একটি কাঠের খন্ড বলে ভুল করেছিলেন তারা, জানিয়েছেন লিনেত গোজেলাক। তিনিই তার পার্টনারের ফেসবুক পেইজে ছবিগুলো পোস্ট করেছিলেন। বিবিসিকে তিনি বলেন, 'গুগলে সানফিশ নাম পাওয়ার আগ পর্যন্ত আমি এটাকে সত্যি বলে মনে করিনি।'