খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে বিএনপির বিক্ষোভ

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয় -যাযাদি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার বেলা ১১টার দিকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ফকিরাপুল-নাইটিঙ্গেল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকারসহ নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল শেষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'দেশে নৈরাজ্যজনক পরিস্থিতি আর চলতে দেয়া যায় না। স্বৈরশাসনের কষাঘাতে জনগণের মনে বিষাদঘন অবস্থা বিরাজমান। দেশনেত্রী খালেদা জিয়াকে আটকিয়ে রাখা হয়েছে দসু্যবৃত্তির পন্থায়। তাকে চিকিৎসা না দিয়ে অসুস্থতাকে গুরুতর করার যাবতীয় ব্যবস্থা করে যাচ্ছে সরকার।' গণতন্ত্র যাতে পুনরুজ্জীবিত হতে না পারে সে জন্য এ দেশের জনপ্রিয় নেত্রী দেশনেত্রী জিয়াকে বিনা দোষে, বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে কারান্তরালে রাখা হয়েছে দাবি করে রিজভী বলেন, 'বাংলাদেশের কারাগারগুলো এখন শেখ হাসিনার ব্যক্তিগত কয়েদখানাতে পরিণত হয়েছে। যেখানে তিনি তার খেয়াল-খুশি মতো বিরোধী রাজনীতিবিদদের বন্দি রাখতে পারেন। এ নব্য বাকশালের বিরুদ্ধে এখন সবাইকে সোচ্চার হতে হবে। না হলে দেশে ঘন অন্ধকার অমানিষা ঘনিয়ে আসবে। এ জন্যই সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃরুদ্ধারের আপসহীন নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে।' এ ছাড়া মিছিলে ঢাকা জেলার কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি, মৎস্যজীবী ও তাঁতি দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে স্স্নোগান দেন।