উপজেলা নির্বাচন

তৃতীয় ধাপের প্রচার শেষ কাল ভোট

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের প্রচার শেষ হয়েছে শুক্রবার। আগামীকাল রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেষদিকে বেড়েছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। সুষ্ঠু ভোট হওয়া নিয়েও শংকা জানিয়েছেন অনেক প্রার্থী। লক্ষ্ণীপুর সদরে আওয়ামী লীগের প্রার্থী আবুল কাশেম চৌধুরী নির্বাচনি প্রচারের নামে শো-ডাউন করছেন। যদিও আচরণবিধি লঙ্ঘনের কারণে পরে তাকে সতর্ক করে কমিশন। রামগঞ্জ, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলায়ও মিলেছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। এর মাঝেও প্রার্থীরা দিয়ে যাচ্ছেন, নানা প্রতিশ্রম্নতি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চেয়ারম্যান পদে চার প্রার্থী থাকলেও লড়াইটা হবে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীর মাঝে। তাদের পাল্টাপাল্টি অভিযোগে সুষ্ঠু ভোট নিয়ে তৈরি হয়েছে সংশয়। মাদারীপুরের রাজৈর উপজেলায়ও পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থী। কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলায় নির্বাচনের আমেজ বাড়িয়ে দিয়েছে মহাজোটের অন্য শরিকদলগুলো। এছাড়া আওয়ামী লীগের প্রার্থীদের প্রতিযোগিতা করতে হবে দলের বিদ্রোহীদের সঙ্গেও। কক্সবাজারে ভোটের কারণে ২৩ মার্চ সন্ধ্যা থেকে ২৫ মার্চ সকাল পর্যন্ত রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।