গতি বেড়েছে : ৮১ সহস্রাধিক নিবন্ধিত

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
সরকারি-বেসরকারি উপ-ব্যবস্থাপনায় হজ নিবন্ধনের গতি বেড়েছে। ২১ মার্চ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৫৭ জন নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে প্যাকেজ 'এ' তে ২ হাজার ১৩০ জন ও প্যাকেজ 'বি' তে ৩ হাজার ৯২৭ জন নিবন্ধিত হয়েছেন। নিবন্ধনের জন্য অবশিষ্ট রয়েছে ৭৫৯ জন। অপরদিকে বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হয়েছে ৭৫ হাজার ৫১ জন। নিবন্ধনের জন্য অবশিষ্ট আছে ৪১ হাজার ৬৯৫ জন। গত ২০ ও ২১ মার্চ ছিল সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রী নিবন্ধনের শেষদিন। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে হজ নিবন্ধন এর সময়সীমা ২৮ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। উলেস্নখ্য, চলতি বছর হজের কোটার সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সরকারি ব্যবস্থাপনায় সর্বমোট কোটা ৭ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীর কোটা ৬ হাজার ৮১৬ জন। বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ১ লাখ ২০ হাজার জন। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীর কোটা ১ লাখ ১৬ হাজার ৭৪৬ জন। বেসরকারি ব্যবস্থাপনায় গাইড ও মোয়াজ্জেনের কোটা ৩ হাজার ২৫৪ জন।