ছাত্রী নিহতের জের বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ০০:০০

বরিশাল অফিস
বরিশালের গড়িয়ারপাড়ে বাস ও থ্রি হুইলার মাহিন্দ্রার মুখোমুখী সংঘর্ষে বিএম কলেজ ছাত্রী শীলা হালদারসহ সাতজন নিহতের ঘটনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১০টায় বিএম কলেজ ক্যাম্পাসে প্রথমে শিক্ষার্থীরা মানববন্ধন করে। ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল সহকারে কলেজের সামনের সড়কে এসে যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এ সময় তারা বেশ কয়েকটি মাহিন্দ্রা গাড়িও ভাঙচুর করে। পরে তারা বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুলস্নাবাদের দিকে রওয়ানা হয় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের লক্ষ্যে। এ সময় পুলিশ নথুলস্নাবাদ পুলের ওপর শিক্ষার্থীদের বাঁধা দেয়ার চেষ্টা করলে তা উপেক্ষা করে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর আগে দুর্ঘটনায় বাসচালক জলিলকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়। পরে শ্রমিক নেতাদের হস্তক্ষেপে বাস চলাচল পুনরায় শুরু হলে কিছু বাসযাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে পারলেও পরে শিক্ষার্থীদের বাঁধার মুখে পুনরায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের প্রতি পুলিশের পক্ষ থেকে নানা আশ্বাস প্রদান করা হলেও শিক্ষার্থীদের নিবৃত করতে সক্ষম হয়নি পুলিশ। পরে বরিশাল সিটি কর্পোরেশন সেরনিয়াবাত সাদিক আব্দুলস্নাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক দুর্ঘটনার মূল উৎস তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষার্থীদের দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করে ক্যাম্পাসে ফিরে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নিরাপদ সড়কের দাবিতে সারা বাংলাদেশে যে আন্দোলন চলছে তা সরকারের কানে পৌঁচাচ্ছে না। একের পর এক সড়ক দুর্ঘটনায় আমাদের সহপাঠীরা মৃতু্যবরণ করছে। নিরাপদ সড়ক নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। তবে এই আন্দোলন মেয়রের আশ্বাসে আপাতত স্থগিত করা হয়েছে। দুপুর ১টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত জানান, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুলস্নাহ শিক্ষার্থীদের সব দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিয়েছেন এবং সোমবার শিক্ষার্থীদের প্রতিনিধিদল, প্রশাসন ও বাস মালিক-শ্রমিকদের সমন্বয়ে বৈঠকে বসবেন। সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেয় বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। বরিশাল জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহা?ঙ্গীর হোসেন জানান, চাল?ককে থানায় আট?কে নির্যাতন না ক?রে আদাল?তে দ্রম্নত প্রের?ণের দাবি জানি?য়ে? শ্র?মিকরা বাস চলাচল বন্ধ ক?রে দেয়। যা দ্রম্নত কার্যক?রের আশ্বা?সে শ্রমিকরা কা?জে ফি?রে?ছে। ফলে দূরপালস্না ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করছে। বরিশাল মেট্রোপলিটন এয়ার?পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও?সি) আব্দুর রহমান মুকুল জানান, শ্র?মিক?দের সমস্যা আ?গেই সমাধান করা হ?য়ে?ছিল। প?রে সি?টি মেয়র ও প্রশাস?নের ঊর্ধ্বতন কর্মকর্তা?দের হস্ত?ক্ষে?পে শিক্ষার্থীদের বি?ক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি থে?কে স?রি?য়ে নেয়া হয়। তারা ক্যাম্পা?সে ফি?রে গে?ছে। এখন বাস টার্মিনা?লের প?রি?স্থি?তি স্বাভা?বিক র?য়ে?ছে। এ ঘটনার পরিপেক্ষিতে কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘিরে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। অপরদিকে সড়ক দুর্ঘটনায় ঘাতক বাসচালক জলিলকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, বিআরটিএ এডি, বরিশাল সিটি কর্পোরেশনের প্রতিনিধি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের প্রতিনিধিদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। তাৎক্ষণিক আহতদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে এবং নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে জেলা প্রশাসেনর ফান্ড থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ক্ষতিপূরণের দাবিতে প্রতিবাদী শোক মিছিল যাত্রীবাহী বাস ও থ্রি হুইলার মাহিন্দ্রার সংঘর্ষে নিহত রিকশা শ্রমিক খোকনসহ সব ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতি পূরণ দেয়াসহ সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণের দাবিতে শোক মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বরিশাল মহানগর রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালিত হয়। বরিশাল মহানগর রিকশা-ভ্যানচালক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন দিদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বাবুল তালুকদার, মহসিন মীরসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ। এর পূর্বে তারা নগরীতে এক শোক মিছিল বের করেন।