কাতারে মরুর বুকে গোলাপ জাদুঘর

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
গোলাপের আকারে তৈরি জাদুঘর। কাতারের মরুভূমির মধ্যে অবস্থান। প্রায় ১০ বছর ধরে জাদুঘরটি নির্মাণ করা হয়। খরচা হয়েছে ৪৩ কোটি ৪০ লাখ ডলার। এ সপ্তাহেই খুলে দেয়া হয়েছে জাদুঘরটি। স্থানীয় সময় গত বুধবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জাদুঘরটির উদ্বোধন করা হয়। জাদুঘরের স্থপতি ফ্রান্সের জেন নওভেল। প্রখ্যাত এই স্থপতি টুইটে বলেন, এই স্থাপনা ঐতিহ্যকে দিকনির্দেশনা দিচ্ছে। জাতীয় জাদুঘরে প্রবেশপথে ১১৪টি ভাস্কর্য রয়েছে। ৯০০ মিটার লম্বা হ্রদ রয়েছে। আঁকাবাঁকা ছাদ রয়েছে।