তুরাগ তীরে ভাঙা পড়ল আরও চারটি ভবন

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
তুরাগ নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ২২তম দিনের মতো অভিযান চালাচ্ছে বিআইডবিস্নউটিএ। সোমবার সকাল সাড়ে ৯টা দিকে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযানের শুরুতে চারটি বহুতল ভবন ভাঙা হয় বলে বিআইডবিস্নউটিএর যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানিয়েছেন। তিনি বলেন, গত ২১ দিনের অভিযানে দুই হাজার ৭১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে।