প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবসের সেমিনার

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রোববার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উদ্‌যাপন উপলক্ষে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 'মুক্তিযুদ্ধ এবং তরুণ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, এম.পি। অতিথি হিসেবে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রায়হান আজাদ বক্তব্য রাখেন এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাসুদ এ. খান সেমিনারে সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ট্রেজারার একেএম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোলস্না, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. এইচএম হাবিবুর রহমানসহ আরও বক্তব্য রাখেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এবিএম আবদুলস্নাহ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক শফিকুর রহমান, আইন বিভাগের সিনিয়র শিক্ষক মো. আফতাব উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি