শিক্ষার্থীদের যুদ্ধদিনের গল্প শোনালেন মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর, পিলখানাস্থ দুটি শিক্ষাপ্রতিষ্ঠান যথাক্রমে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের সমবেত ৬ শতাধিক শিক্ষার্থীকে যুদ্ধদিনের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, নাট্যনির্দেশক ও চলচ্চিত্রকার নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সোমবার সকালে রাজধানীর পিলখানাস্থ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের প্রিন্সিপাল মনিরুজ্জামান মিলনায়তনে আয়োজিত বীরোচিত এই গল্প-স্মৃতিগাথা নবীন শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনাকে প্রদীপ্ত ও শাণিত করেছে, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে নিঃসন্দেহে আলো ছড়াবে। অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহাম্মদ এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ মোল্যা মেসবাহ উদ্দিন, উভয় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি