বিইউপিতে গণহত্যা দিবসের স্মৃতিচারণ

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ঢাকার মিরপুর সেনানিবাসের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচকবৃন্দ প্রথমে ওই রাতে পাক হানাদারদের হামলায় নিহত সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করেন এবং কিভাবে বাঙালি জাতি পরবর্তীতে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনেন, এ বিষয়ে বিশদ আলোচনা করেন। আলোচনা সভায় বিইউপির অফিস অব দ্য ইভ্যালুয়েশন, ফ্যাকাল্টি অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট (ওইএফসিডি) এর ডিন, কমডোর সৈয়দ সালাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার, বিইউপির সকল কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি