হিমছড়ির চেকপোস্টে গুলিতে ২ জন নিহত

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের হিমছড়ি এলাকায় বিজিবি ও র‌্যাবের যৌথ চেকপোস্টে ‘গোলাগুলিতে’ সন্দেহভাজন দুই মাদক চোরাকারবারি নিহত হয়েছে। বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল আহমেদ বলছেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রামু উপজেলার হিমছড়ি এলাকায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে গোলাগুলির ওই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম এনামুল হক (২৬), বাড়ি চঁাদপুর জেলায়। অন্যজনের পরিচয় বিজিবি বা র‌্যাব জানাতে পারেনি। তাদের কাছে অস্ত্রের পাশাপাশি ব্যাগের ভেতরে ইয়াবা থাকায় তারা মাদক চোরাকারবারি বলে সন্দেহ করছেন বিজিবি কমর্কতার্রা। মেজর ইকবাল বলেন, বিজিবির একটি দল রাতে হিমছড়ির ওই এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। পরে র‌্যাবের একটি দল চেকপোস্টে বিজিবির সঙ্গে যোগ দেয়। ‘ভোরের দিকে টেকনাফের দিক থেকে আসা কক্সবাজার শহরমুখী একটি প্রাইভেট কার ওই চেকপোস্টের কাছে এসে বিজিবি ও র‌্যাব সদস্যদের দেখে দিক বদলে পালানোর চেষ্টা করে।’ ‘বিজিবি ও র‌্যাব সদস্যরা দৌড়ে গাড়ির কাছে গেলে ভেতর থেকে তাদের দিকে গুলি করা হয়। বিজিবি ও র‌্যাব সদস্যরাও তখন আত্মরক্ষাথের্ পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়।’ পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি দেশি বন্দুক, বেশ কিছু গুলি এবং ব্যাগভতির্ ইয়াবা পাওয়া যায়। প্রাইভেট কারটিও জব্দ করা হয় বলে বিজিবি কমর্কতার্ ইকবাল জানান। তিনি বলেন, নিহতদের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মগের্ পাঠিয়েছে।