এইচএসসিতে মাইলস্টোন কলেজের সাফল্য

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ধারাবাহিক সাফল্যে মাইলস্টোন কলেজের শিক্ষাথীের্দর সঙ্গে উচ্ছ¡সিত শিক্ষকরা Ñযাযাদি
এইচএসসির ফলাফলে সাফল্যধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ২১৫০ জন ছাত্রছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। উভয় মাধ্যমে পাসের হার ৯৯.০২%। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৬৯১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাসের হার ৯৯%। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬৮ জন পরীক্ষাথীর্র মধ্যে পাস করে ৩৬৭ জন। যেখানে পাসের হার ৯৯.৭৩%। মানবিক বিভাগ থেকে ৯০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৮৯ জন পাস করে। মানবিক বিভাগে পাসের হার ৯৮.৮৯%। নিয়মিতভাবে এইচএসসিতে ভালো ফল অজের্নর কারণ হিসেবে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম বলেন, ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রম ও ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় মনোযোগ এবং অভিভাবকদের সহযোগিতা ছিল বলেই আমরা বরাবরের মতো এবারও এইচএসসিতে ভালো ফলের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। তিনি বলেন, গ্রাম থেকে অনেক শিক্ষাথীর্ মাইলস্টোন কলেজে পড়তে আসেন; যাদের অনেকেরই এসএসসিতে জিপিএ-৫ থাকে না কিন্তু এইচএসসিতে তারাও জিপিএ-৫ পায়। এটি মাইলস্টোন কলেজের একটি বিশেষ সুন্দর দিক। অধ্যক্ষ আরও বলেন, মাইলস্টোন কলেজে পড়তে আসা ছাত্রছাত্রীদের প্রথম দিন থেকেই নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করা হয় যাতে তারা সুশিক্ষা গ্রহণ করে মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। বিজ্ঞপ্তি