এইচএসসিতে ফেল করায় শিক্ষাথীর্র আত্মহত্যা

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

ঠাকুরগঁাও প্রতিনিধি
দিনাজপুর বোডের্র অধীনে এইচএসসি পরীক্ষায় চারটি বিষয়ে অকৃতকাযর্ হওয়ায় ঠাকুরগঁাওয়ের বালিয়াডাঙ্গীতে লুৎফর রহমান (১৮) নামে এক শিক্ষাথীর্ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার দুওসুও ইউনিয়নের সনগঁাও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান সনগঁাও গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে উপজেলার সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। তার রোল নং-১৫২৪০৪। সনগঁাও গ্রামের আতিউর রহমান জানান, এইচএসসি পরীক্ষার ফলাফল দেখার জন্য লুৎফর রহমান বালিয়াডাঙ্গী বাজারে আসে। সেখানে পদাথির্বজ্ঞান, রসায়ন, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অকৃতকাযর্ দেখে ওই বাজারেই ওষুধের দোকান থেকে সে গ্যাস ট্যাবলেট কিনে খায়। বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতর্ব্যরত চিকিৎসক মনিরুজ্জামান লিমন জানান, বিকাল ৩টার দিকে বালিয়াডাঙ্গী বাজারের স্থানীয় লোকজন লুৎফর রহমানকে হাসপাতালে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক দেখে ঠাকুরগঁাও আধুনিক সদর হাসপাতালে রেফাডর্ করেন। ঠাকুরগঁাও আধুনিক সদর হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।