শহিদদের স্মরণে ইপিজেডে বৃক্ষরোপণ কমর্সূচি শুরু

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
পরিবেশবান্ধব শিল্প এলাকা তৈরি ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কতৃর্পক্ষ (বেপজা) ইপিজেডসমূহে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন কমর্সূচির সূচনা করেছে। মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদের স্মরণে সারাদেশে ৩০ লক্ষ বৃক্ষরোপণ কমর্সূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর আহŸানে সাড়া দিয়ে বেপজাধীন ৮টি ইপিজেডে একযোগে বৃহস্পতিবার এই কমর্সূচি শুরু হয়। বেপজার নিবার্হী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান ঢাকাস্থ নিবার্হী দপ্তরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কমর্সূচি শুরু করেন। এ সময় বেপজার সদস্য জিল্লুর রহমান, মোহাম্মদ ফারুক আলম, মিজানুর রহমান, বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপকগণসহ ঊধ্বর্তন কমর্কতার্গণ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কমর্সূচি-২০১৮ এর আওতায় বেপজা নিবার্হী দপ্তর ও ইপিজেডসমূহে ফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন ধরনের প্রায় ২১ হাজার গাছের চারা রোপণ করা হবে। বিজ্ঞপ্তি