গ্রিন ইউনিভাসিির্টতে বাজেট মূল্যায়ন শীষর্ক সেমিনার

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
জাতীয় বাজেটে টেকসই উন্নয়নের প্রকৃত পরিকল্পনা থাকা উচিত মন্তব্য করে বিশিষ্টজনরা বলেছেন, শুধু আকার-আকৃতি বাড়ানো হলেও বাজেটে নতুনত্ব নেই। ২০১৮-১৯ অথর্বছরের বাজেট আগের নিয়মেই হয়েছে। অথচ সমৃদ্ধ দেশ গড়তে বাজেট প্রক্রিয়ায় মৌলিক পরিবতর্ন জরুরি। বৃহস্পতিবার গ্রিন ইউনিভাসিির্টর সেমিনার হলে বিজনেস স্কুল আয়োজিত বাজেট মূল্যায়ন শীষর্ক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ইউনিভাসিির্টর উপাচাযর্ অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নিবার্হী পরিচালক ড. ফাহমিদা খাতুন, উপ-উপাচাযর্ অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, অধ্যাপক এম এম খান, ডিন ড. গোলাম আহমেদ ফারুকী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গ্রিন বিজনেস স্কুলের শিক্ষাথীর্রা প্রেজেন্টেশনের মাধ্যমে বাজেট বিশ্লেষণ করেন। বিজ্ঞপ্তি