কামরাঙ্গীরচরে পুলিশের ধাওয়া ছাদ থেকে লাফিয়ে দোকানির মৃত্যু

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০ | আপডেট: ২০ জুলাই ২০১৮, ০০:১০

যাাযদি রিপোটর্
পুলিশের ধাওয়ায় ঢাকার কামরাঙ্গীরচরে তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক মুদিদোকানির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত ওই ব্যক্তির নাম কালু মিয়া (৩৫)। তিনি কামরাঙ্গীরচর পূবর্ রসুলপুর এলাকায় মুদিদোকান করতেন এবং মা ও চার ভাইসহ পরিবার নিয়ে বসবাস করতেন। তার বাবা অনেক আগেই মারা গেছেন। নিহত কালু মিয়ার মা রহিমা বেগম অভিযোগ করেন, তার চার ছেলে। বুধবার সন্ধ্যায় তার এক ছেলে বাবরের স্ত্রী রুবিনা ও অপর ছেলে কালুর স্ত্রী রোজিনার সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে বাবর বৃহস্পতিবার সকালে থানায় গিয়ে অভিযোগ করে আসেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এসে কালুকে ধাওয়া দিলে তিনি তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যান। কামরাঙ্গীরচর থানার উপপরিদশর্ক (এসআই) মো. জাহাঙ্গীর বলেন, কালু ও বাবর দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য বিকালে কালুর দোকানে যায় পুলিশ। এ সময় কালু দোকানের পেছনের দরজা দিয়ে পালিয়ে পাশের তিনতলা ভবনে ছাদে ওঠেন। তখন তিনি উচ্চৈঃস্বরে বলেন, ‘আমাকে ধরতে এলে আত্মহত্যা করব।’ একপযাের্য় স্বজনদের উপস্থিতিতে ওপরে যেতেই তিনি লাফ দিয়ে নিচে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় ঢামেক হাসপাতাল পুলিশ ফঁাড়ির উপপরিদশর্ক মো. বাচ্চু মিয়া বলেন, কালু মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মগের্ রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।