টাঙ্গাইল কমিউটারের ইঞ্জিন বিকল
চার ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
প্রকাশ | ০১ মার্চ ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
ঢাকা-উত্তরাঞ্চল রেলরুটে টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে বিকল হওয়া 'টাঙ্গাইল ক?মিউটার' ট্রেনের ইঞ্জিন মেরামত করে ঘারিন্দা স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার পর ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে ইঞ্জিনটি মেরামত করে। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জসহ বেশ ক?য়েক?টি স্টেশ?নে বি?ভিন্ন গ?ন্তব্যের ট্রেন আটকা প?ড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
টাঙ্গাইল কমিউটার ট্রেনের চালক মামুনুর রশীদ জানান, বৃহস্পতিবার সকালে ক?মিউটার ট্রেনটি টাঙ্গাইল স্টেশন থে?কে ঢাকার উদ্দেশে ছে?ড়ে যায়। পথে বাসাইল উপজেলার সোনালিয়া নামক স্থানে পৌঁছলে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে ইঞ্জিনসহ ট্রেনটি টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশনে সরিয়ে নেয়। বিকল ইঞ্জিন উদ্ধার হওয়ার প্রায় ৪ ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের ইনচার্জ আলী আকবর জানান, গত বছরের ১৬ নভেম্বর ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছিল। পরে ট্রেনটি মেরামত করে চলাচল করলেও মাঝেমধ্যেই ইঞ্জিন বিকল হয়ে যাত্রী ভোগান্তি বাড়াচ্ছে।