সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১০ মার্চ ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
শ্যামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত ১ ম যাযাদি রিপোর্ট রাজধানীর শ্যামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শান্ত (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন মো. হোসেন (২৫) নামে আরও একজন। শুক্রবার রাতে শ্যামপুরের ধোলাইরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। শান্ত ধোলাইরপাড়ের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী ছিলেন। তার বাবার নাম দেলোয়ার হোসেন। মিরহাজীরবাগে পরিবারের সঙ্গে থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, 'শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টায় দিকে ধোলাইরপাড় ফুটওভার ব্রিজের নিচে দুর্বৃত্তরা মো. শান্ত ও মো. হোসেনকে বুকে, পিঠে ও মাথায় এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা রাত ৯টার দিকে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শান্তকে মৃত ঘোষণা করেন। মো. হোসেন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।' ৩৫ জনের করোনা শনাক্ত, সুস্থ ৪৫ ম যাযাদি ডেস্ক দেশে ২৪ ঘণ্টায় ৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৮৮২ জনে। তবে এ সময়ে ভাইরাসটিতে কারো মৃতু্য হয়নি। ফলে মোট মৃতু্যর সংখ্যা ২৯ হাজার ৪৯২ জনই রয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৬৫৫ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৩৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ। এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৮৬৫ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃতু্যর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু'দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। মাদকবিরোধী অভিযানে রাজধানীতে ৪০ জন গ্রেপ্তার ম যাযাদি ডেস্ক রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। শনিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫৪৯ পিস ইয়াবা, ১৫২ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৪৮৫ গ্রাম গাঁজা, ২০টি নেশাজাতীয় ইনজেকশন ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা রুজু হয়েছে।