অসহায় গরিবদের মাঝে সেনাবাহিনীর ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ
প্রকাশ | ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
জলসিঁড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে বৃহস্পতিবার অসহায় গরিবদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে ৩৫০ দুস্থ পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর কাছ থেকে ঈদের আগে শুভেচ্ছা উপহার পেয়ে সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেন। আইএসপিআর