রাজধানীতে ৭ লাখ টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
রাজধানীর ভাটারা এলাকা থেকে প্রায় সাত লাখ টাকার সমপরিমাণ মূল্যের বিভিন্ন জাল নোটসহ মো. সাহেব আলী ওরফে মিরাজ নামে একজন জাল টাকা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছের্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্(যাব-১)। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে প্রেপ্তার করা হয়। শুক্রবার বিকালের্ যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এএসপি মো. মাহফুজুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভাটারা থানাধীন নতুন বাজার ভাটারা মোড় এলাকায়র্ যাবের নিয়মিত টহল দল অবস্থান করছিল। এ সময়র্ যাবকে দেখে এক ব্যক্তি দ্রম্নত পালানোর চেষ্টাকালে মো. সাহেব আলী ওরফে মিরাজকে আটক করের্ যাব। পরে তার কাছ থেকে বাংলাদেশি ছয় লাখ ৯৮ হাজার টাকার মূল্যের বিভিন্ন জাল নোট জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে ১০০ টাকা মূল্যমানের তিন হাজার নোট ও ২০০ টাকা মূল্যমানের এক হাজার ৯৯০টি নোট জাল নোট।