সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে :রিজভী

প্রকাশ | ২২ এপ্রিল ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে। যেকোনো সময় সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে। সে কারণে সরকার হাবিবুন নবী খান সোহেল, সাইফুল আলম নীরব, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং হাবিবুর রশিদ হাবিবদের আটক করে রেখেছে। ভয় থেকে তাদের আটকে রেখেছে।' শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতঙ্ক এখনো কাটেনি। তিনি এখনো আতঙ্কিত কেন, জানেন? কারণ, তিনি জানেন, দেশের ৯৫ শতাংশ জনগণ তাকে ভোট দেয়নি।' বিএনপির নেতাদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, '১/১১ সময় আপনার বিরুদ্ধেও মামলা হয়েছিল, সেই মামলাগুলো গেল কোথায়? যারা স্বৈরাচারী, যারা একনায়ক, তারা বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে ভরে রাখে। ব্যাংক লুট হচ্ছে, ঘরবাড়ি লুট হচ্ছে, তাদের আপনি ধরতে পারেন না। যার প্রত্যেকটির সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত; তাদের আপনি ধরতে পারেন না। প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্যসচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব কাজী আবুল বাশার, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার প্রমুখ।