স্বামী-সন্তান কলকাতা বাধার কারণে ঢাকায় নিপুণ রায়

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
নিপুণ রায় চৌধুরী
বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে ভারতে যেতে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর ১টায় নভোএয়ারের একটি ফ্লাইটে তার কলকাতা যাওয়ার কথা ছিল। নিপুন রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। এ বিষয়ে নিপুণ রায় চৌধুরী বলেন, 'অন্য কোনো সফর নয়, এটা ছিল সম্পূর্ণ আমার ব্যক্তিগত সফর। বাধার কারণে আমার মেয়ে এবং স্বামী কলকাতা চলে গেলেও আমি যেতে পারিনি, ফিরে এসেছি।' তিনি আরও বলেন, 'বৃহস্পতিবার বেলা ১১-৫৫ মিনিটে আমার স্বামী ও মেয়ের ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর আমার ইমিগ্রেশনের সময় পাসপোর্ট ইনপুট দিয়ে ইমিগ্রেশন কর্মকর্তারা বলেন, ম্যাডাম একটু ওয়েট করেন। এরপর বলেন, ম্যাডাম আপনার নামে মামলা আছে এবং আপনার ব্যাপারে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে, তাই আপনি যেতে পারবেন না।' উলেস্নখ্য, গত ৯ মার্চ নিপুণ রায় চৌধুরীর শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কেও ভারত যেতে দেয়া হয়নি।