বিইউপিতে সেমিনার

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মিরপুর সেনানিবাসের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) বৃহস্পতিবার 'ঊহারৎড়হসবহঃ ঋবংঃ-২০১৯' এবং 'অপযরবারহম ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ এড়ধষং: অভভড়ৎফধনষব ধহফ ঈষবধহ ঊহবৎমু' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন মূল বক্তা ছিলেন ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চের ডিরেক্টর এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এম. রিযওয়ান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মো. এমদাদ উল বারী, বিইউপির প্রো-ভিসি প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার এবং মুকিত মজুমদার বাবু চেয়ারমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সেমিনার শেষে মন্ত্রী বিইউপি কনকোর্সে অনুষ্ঠিত ঊহারৎড়হসবহঃ ঋবংঃ-২০১৯ এর উদ্বোধন করেন। পরে মন্ত্রী ফেস্টে প্রদর্শিত বিভিন্ন পোস্টার পরিদর্শন করেন। আইএসপিআর