মেয়েকে বঁাচাতে বাবার চিঠি

প্রকাশ | ২২ জুলাই ২০১৮, ০০:০০

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের হুমকিতে মানসিক ভারসাম্য হারানো সেই ছাত্রীর বাবা ভিসিকে চিঠি দিয়েছেন। ছাত্রীর বাবা জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই চিঠিতে ফিন্যান্স বিভাগের শিক্ষক সঞ্জয় কুমারের বিচার দাবি জানানো হয়। শনিবার অভিযোগটি আমলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের নারী নিযার্তন ও যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই ই-মেইলে মেয়েটির বাবা একটি লিখিত আবেদন করেন। এতে তিনি বিচার দাবি করে বলেন, শিক্ষক সঞ্জয় কুমারের অসৎ চরিত্র ও কুপ্রবিত্তির প্রতিবাদ করায় তার মেয়ের সঙ্গে মৌখিক পরীক্ষার দিন হিংস্র আচরণ করা হয়। একই সঙ্গে লিখিত পরীক্ষায় তাকে অকৃতকাযর্ করানো হয়। তার পশুসুলভ আচরণে তার ‘মা হারা’ মেয়েটি হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। তিনি বলেন, সে এখনো সঞ্জয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা ও হুমকির কথা মনে করে মানসিকভাবে ঠিক থাকতে পারছে না। তিনি অসুস্থ পিতা হয়ে উক্ত অপরাধের সঠিক বিচার এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য আবেদন করছেন। তিনি বলেন, তার মেয়ের মতো যেন আর কোনো মেয়ের মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালের বেডে মাথা ঠুকে মরতে না হয়। এদিকে লিখিত আবেদনের এক সপ্তাহ পার হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। এর আগে ঘটনার সত্যতা যাচাইয়ে গত ৯ জুলাই তিন সদস্যের তদন্ত কমিটি করেছিল প্রশাসন। তবে লিখিত অভিযোগের কারণে ওই কমিটির কাযর্কারিতা শেষ হয়ে গেছে বলে জানিয়েছে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আবদুল লতিফ। ঘটনাটির ব্যবস্থা নিতে অভিযোগটি এখন নারী নিযার্তন ও যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে দেয়া হয়েছে বলে জানা গেছে। ভিসি ড. রাশিদ আসকারী বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটিকে অভিযোগ পত্র দেয়া হয়েছে। তারা ঘটনার সত্যতা পেলে আমরা আইনি পদক্ষেপের দিকে এগোব।’