সাইবেরিয়ায় ঝরল লাল রঙের বৃষ্টি!

প্রকাশ | ২২ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আকাশ থেকে বৃষ্টির বদলে পড়ছে রক্ত। রক্ত বৃষ্টি কথাটা শুনতে অবাক লাগলেও এমনই আশ্চযর্ ঘটনার সাক্ষী হয়েছে সাইবেরিয়া। গত সপ্তাহের এই ঘটনায় হতবাক সকলে। ঘটনার বেশ কিছু ভিডিও ও ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে, যাতে রাস্তা দিয়ে লাল পানি বইছে স্পষ্ট দেখা যাচ্ছে। অনেকেই এই ঘটনার সঙ্গে অদ্ভুত কারণ দিতে শুরু করে। আসল ব্যপারটা কিন্তু একদম অন্য। জানা গেছে, যেই জায়গায় এই বৃষ্টি হয়েছে সেখানে একটি ফ্যাক্টরি ছিল। জমে ছিল মরচে পড়া আবজর্না (রেড আয়রন অক্সাইড)। সেখানে যে আবজর্না রাখা ছিল তা খোলা রাখা হয়েছিল। প্রচÐ বাতাসে মরচে উড়তে থাকে এবং হাওয়ায় মিশে যায়। সেই সময় বৃষ্টি শুরু হলে লাল রং মিশে গিয়ে বৃষ্টিধারার রং লাল হয়ে যায়। যাকে বলা হচ্ছিল রক্তবৃষ্টি।