সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১১ মে ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
দেশে করোনা শনাক্ত আরও ২২ জন
ম যাযাদি ডেস্ক
দেশে একদিনে আরও ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫০ হাজার ১৩৪ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃতু্য হয়নি। ফলে মোট মৃতু্যর সংখ্যা ২৯ হাজার ৪৯৪ জনে অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৬০৭ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৫৯৬ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৬৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ।
তেজগাঁওয়ে ট্রেনের
ধাক্কায় নারীর মৃতু্য
ম যাযাদি রিপোর্ট
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক নারীর মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা ফায়ারকর্মী মোস্তফা কামাল বলেন, আমরা খবর পেয়ে তেজগাঁও রেলগেট এলাকায় ওই নারীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে নেওয়া হয়।
ডেমরায় বিদু্যৎস্পৃষ্টে
নির্মাণ শ্রমিকের মৃতু্য
ম যাযাদি রিপোর্ট
রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় বিদু্যৎস্পৃষ্ট হয়ে মো. হাসমত (৪০) নামে এক নির্মাণশ্রমিকের মৃতু্য হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
হাসমতের সহকর্মী জাহাঙ্গীর বলেন, সকালে একটি নির্মাণাধীন ভবনে আমরা কয়েকজন পাইলিংয়ের কাজ করছিলাম। হাসমত একটি লোহার পাইপ লম্বালম্বি দাঁড় করানোর সময় অসাবধানতাবশত বিদু্যতের তারে জড়িয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রম্নত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আমরা এখনো তার পূর্ণ ঠিকানা পাইনি। শুধু নাম জেনেছি।
অজ্ঞানপার্টির খপ্পরে
পড়ে সর্বস্ব খোয়ালেন
দুই যুবক
ম যাযাদি রিপোর্ট
রাজধানীর শাহবাগে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন দুই যুবক। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনের রাস্তার ফুটপাতে অচেতন অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তিনি আরও জানান, অজ্ঞানপার্টির প্রতারকচক্র দুইজনকে কিছু খাইয়ে অচেতন করে তাদের কাছে থেকে সবকিছু নিয়ে যায়। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।