পুলিশের বিরুদ্ধে হরতাল ডাকার হুমকি বুলবুলের

বুলবুলের বক্তব্য অপপ্রচার: লিটন

প্রকাশ | ২২ জুলাই ২০১৮, ০০:০০ | আপডেট: ২২ জুলাই ২০১৮, ০০:১৭

রাজশাহী অফিস
গণসংযোগ কালে এএইচএম খায়রুজ্জামান লিটন

নিবার্চন যতই ঘনিয়ে আসছে রাজশাহীতে বাড়ছে ভোটের উত্তাপ। সকাল থেকে রাত পযর্ন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রাথীর্রা। শনিবার ২১ নং ওয়াডের্ গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রাথীর্ এএইচএম খায়রুজ্জামান লিটন। আর বিএনপির মেয়র প্রাথীর্ মোসাদ্দেক হোসেন বুলবুল গণসংযোগ করেন ৩ নং ওয়াডের্। নেতাকমীের্দর গ্রেপ্তারের অভিযোগ এনে পুলিশের বিরুদ্ধে হরতাল ডাকার হুমকি দেন বিএনপির মেয়র প্রাথীর্ মোসাদ্দেক হোসেন বুলবুল। গণসংযোগকালে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকালে এ হুমকি দেন বুলবুল। তিনি বলেন, ‘শুক্রবার রাতে যুবদল ও ছাত্রদলের বেশকিছু নেতাকমীের্ক গ্রেপ্তার করা হয়েছে। তার কমীের্দর গ্রেপ্তার করতে সরকারি দলের প্রাথীর্ পক্ষ থেকে পুলিশের উপর চাপ দেয়া হচ্ছে। গ্রেপ্তার অভিযান বন্ধ না হলে রোববার থেকে পুলিশ কমিশনারের বিরুদ্ধে হরতাল করতে বাধ্য হবে।’ এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। অপরদিকে, আওয়ামী লীগের মেয়র প্রাথীর্ এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, জনগণের সাড়া না পেয়ে বিএনপি প্রাথীর্ বুলবুল তাদের বিরুদ্ধে অপপ্রচার, বিষোদগার করছেন। নাগরিকরা ধানের শীষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বিপুল ভোটে নৌকা প্রতীককে বিজয়ী করবেন।’ খায়রুজ্জামান লিটন সকালে বেলদারপাড়া মোড় থেকে ২১নং ওয়াডের্ গণসংযোগ শুরু করেন। দুপুর পযর্ন্ত বিভিন্ন মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চান তিনি। এ সময় তার সঙ্গে বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুসহ থানা ও ওয়াডের্র নেতারা উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতালের সমথর্ন : রাজশাহীতে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতলের চিকিৎসক, নাসর্, কমর্কতার্-কমর্চারী ও শিক্ষাথীের্দর পূবের্র ভুল-ত্রæটি সংশোধন করে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেয়ার আহŸান জানান খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক। শনিবার দুপুরে আওয়ামী লীগের মেয়র প্রাথীর্ এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতালে গণসংযোগ শেষে মতবিনিময়কালে এ আহŸান জানান তিনি। এ সময় হাসপাতালের চিকিৎসক, নাসর্, কমর্কতার্-কমর্চারী ও শিক্ষাথীর্রা হাত তুলে নৌকায় ভোট দেয়ার প্রতিশ্রæতি দেন। রাজশাহী সিটি করপোরেশন নিবার্চন উপলক্ষে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের হল রুমে ‘আমাদের করণীয় শীষর্ক’ মতবিনিময় সভার আয়োজন করে কলেজ ও হাসপাতাল কতৃর্পক্ষ। কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালক এস আর তরফদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার মেয়র তালুকদার আবদল খালেক। খালেক বলেন, মানুষতো অতীতের ভুল-ত্রæটি সংশোধন করে। আমি মনে করি এখনে যারা আছেন তারা সংশোধন হয়ে স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকবেন; তারা খায়রুজ্জামান লিটনের নৌকা প্রতীকে ভোট দেবেন এটা আমি আশা করি। পরে সভাপতির বক্তব্যে কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নাসর্, কমর্কতার্-কমর্চারী ও শিক্ষাথীের্দর উদ্দেশে অধ্যক্ষ এস আর তরফতার বলেন, ‘এবার আমরা খায়রুজ্জামান লিটনকে ভোট দিতে চাই। এতে আপনারা রাজি আছেন?’ এ সময় সবাই হাত তুলে ‘হ্যঁা’ বলে সমথর্ন দেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার।