বাড়ছে আমের দাম, কাটতি ভালো আমদানিকৃত ফলের

প্রকাশ | ২২ জুলাই ২০১৮, ০০:০০ | আপডেট: ২২ জুলাই ২০১৮, ০০:১৮

যাযাদি রিপোটর্

ফলের ‘রাজা’ আমের মৌসুম প্রায় শেষের দিকে। এখন বাজারে আশ্বিনী, কিছু আম্রপালি ও হাড়িভাঙ্গা আম পাওয়া যাচ্ছে। তবে এগুলোর দাম দিন দিন বাড়ছে। ফলে এতদিন আমের কাছে কোণঠাসা হয়ে থাকা আমদানিকৃত ফলের বিক্রি বাড়তে শুরু করেছে। শনিবার দেশের অন্যতম ব্যস্ত ফলের বাজার বাদামতলি ঘুরে এ চিত্র দেখা যায়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সপ্তাহ থেকেই আমের বাজার কিছুটা বাড়তে থাকলেও এ সপ্তাহে তা আরও বেশি ঊধ্বর্মুখী রয়েছে। বাজারে এখন পাওয়া যাচ্ছে দুই থেকে তিন জাতের আম। এর মধ্যে আশ্বিনীর আমদানি ভালো থাকলেও অন্যান্য জাতের আম আসছে খুবই কম। ফলে আশ্বিনী প্রতি কেজি পাইকারি ৩০-৩৫ টাকা, আম্রপালি ৮৫-১১০ টাকা, হাড়িভাঙ্গা ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। আমের দামের সঙ্গে ক্রেতাদের বনিবনা না হওয়ায় অনেকেই আবার ছুটছেন আমদানি নিভর্র অভিজাত ফল আঙুর, আপেল, মাল্টা, নাশপাতির দিকে। গত সপ্তাহেও যেখানে মানুষ এসব ফলের দিকে ফিরে তাকাতেন না, এখন সেগুলোর বিক্রি চলছে বেশ জোরেশোরেই। তবে এসবের সঙ্গেও বাজারে অল্পসংখ্যক কাঁঠাল, কলা, বেল, আনারস, লটকনসহ বেশকিছু দেশি ফল দেখা গেছে। কিন্তু এসব ফলের দামও আগের চেয়ে চড়া বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ প্রসঙ্গে জানতে চাইলে বাজারের মাল্টা, আঙুরের আড়তদার আনছার আলী বলেন, এখন বিক্রি আলহামদুলিল্লাহ্ ভালো। গত সপ্তাহ থেকে তাদের বিক্রি বেড়েছে। কারণ বাজারে এখন আম কম আসছে, পাশাপাশি দামও বেড়েছে। তাই খুচরা ব্যবসায়ীরা আম বা মৌসুমি ফল বাদ দিয়ে এসব ফলের দিকে ঝুঁকছেন। একই কথা জানালেন আড়তে আসা খুচরা ব্যবসায়ী ইকরাম উদ্দিনও। তিনি বলেন, আমের দাম এ বছর অনেক কম ছিল। তাই মানুষ খেয়েছেও বেশি। আগে অল্প দামে পাওয়ায় এখন আর খুব বেশি মানুষ বেশি দামে আম কিনতে চায় না, বিক্রিও হয় কম।