কক্সবাজারে প্রক্সি পরীক্ষা দিতে এসে যুবক আটক
প্রকাশ | ১৩ মে ২০২৪, ০০:০০
কক্সবাজর প্রতিনিধি
কক্সবাজার জেলা সদর হাসপাতালে ওয়ার্ড মাস্টার পদে নিয়োগ পরীক্ষায় ১০ হাজার টাকার বিনিময়ে প্রক্সি দিতে এসে আটক হলেন দেলোয়ার হোসেন নামের এক যুবক।
রোববার দুপুর ২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক দেলোয়ার রামু চাকমারকুল দক্ষিণ শাহ অমজির পাড়ার মৃত মকবুল আহমদের ছেলে।
কক্সবাজার সদর হাসপাতালের সুপার মং টিং ঞো বলেন, কক্সবাজার সদর হাসপাতালে বিভিন্ন শূন্য পদে জনবল নেওয়া হচ্ছে। এরমধ্যে প্রচারিত বিজ্ঞাপন দেওয়া পদগুলোতে আবেদন করা প্রার্থীদের যথাসময়ে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার ছিল লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক। আটক হওয়া দেলোয়ার উপাল শরীফ নামে একজন প্রার্থীর হয়ে ভাইভা দিতে এসেছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র যাচাই করলে তথ্যে গরমিল পাওয়ায় তাকে আটক করা হয়।
পরে সে স্বীকার করে, ১০ হাজার টাকার বিনিময়ে কুতুবদিয়ার এজাবত উলস্নাহর ছেলে উপাল শরীফের হয়ে সে ভাইভা দিতে এসেছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। যার জন্য সে প্রক্সি দিতে এসেছে তাকেও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।