পানি-ওয়াইফাইয়ের দাবিতে ইবি’র হলে তালা!

প্রকাশ | ২২ জুলাই ২০১৮, ০০:০০

ইবি প্রতিনিধি
পানি ও ওয়াইফাইয়ের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে আবাসিক শিক্ষাথীর্রা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তালা দিয়ে হলের গেটের সামনে অবস্থান করে শিক্ষাথীর্রা। এ সময় হলের ভেতরে অবস্থানরত কমর্কতার্-কমর্চারীদের হল থেকে বের করে দেয়া হয়। পরে দুপুর ১টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. আতিকুর রহমান সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষাথীর্রা। এ সময় তিনি শিক্ষাথীের্দর আগামী বুধবারের (২৫ জুলাই) মধ্যে সব সমস্যা সমাধান করার কথা বলেন। আন্দোলনরত শিক্ষাথীর্রা জানায়, বেশ কিছুদিন ধরে হলে পানির সংকট, ওয়াইফাই সমস্যা, ডাইনিংয়ে নিম্নমানের খাবার, অপরিচ্ছন্ন শৌচাগার, হলে সাপের উপদ্রবসহ বেশকিছু সমস্যা দেখা যায়। তাছাড়া বিভিন্ন সময় আবাসন সমস্যা নিয়ে হল প্রশাসন কক্ষে অভিযোগ করতে গেলে সেখানে দায়িত্বরত কমর্কতার্রা তাদের সঙ্গে দুব্যর্বহার করেন। শিক্ষাথীর্রা বিষয়টি নিয়ে একাধিকবার হল প্রভোস্টকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি হল প্রশাসন। এ বিষয় জানতে সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আতিকুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।