সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সাগরে বাড়ি বানিয়ে মৃতু্যদন্ডের মুখে যুগল যাযাদি ডেস্ক তীর থেকে খানিকটা দূরে সাগরের থইথই পানির ওপর বাড়ি বানিয়ে মৃতু্যদন্ডের মুখে পড়েছেন এক মার্কিন-থাই যুগল। মার্কিন নাগরিক চাড এলওয়ার্টস্কি তার থাই প্রেমিকা সুপ্রানি থেপডেটকে নিয়ে একান্তে থাকতে থাইল্যান্ডের ফুকেট দ্বীপের পশ্চিম উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল দূরত্বে এ ভাসমান বাড়ি তৈরি করেন। সংবাদসূত্র: রয়টার্স এ বাড়ি তৈরি করে তারা থাইল্যান্ডের সার্বভৌমত্বে হুমকি সৃষ্টি করেছেন বলে নৌবাহিনী অভিযোগ করেছে। এ অভিযোগে ওই যুগল দোষী সাব্যস্ত হলে তাদের যাবজ্জীবন কারাদন্ড কিংবা মৃতু্যদন্ড হতে পারে। মৃতু্যদন্ড হওয়ার ভয়ে এখন দুজনই পালিয়ে বেড়াচ্ছেন এবং থাইল্যান্ডে আত্মগোপন করে আছেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার থাইল্যান্ডের এক সরকারি কর্মকর্তা ওই যুগলকে তাদের অভিযোগের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন। গত ফেব্রম্নয়ারিতে ভাসমান ওই বাড়ি তৈরির বিস্তারিত জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন চাড। তবে তা থাই কর্তৃপক্ষের নজরে আসে চলতি সপ্তাহে। বাড়িটিতে মাত্র কয়েক সপ্তাহ কাটিয়েছেন চাড ও সুপ্রানি। সীমান্তে মায়া হরিণ আটক তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বারেক টিলা এলাকায় একটি মায়া হরিণ আটক করেছে স্থানীয় জনতা। লাউড়েরগড় গ্রামের পলিস্ন চিকিৎসক মো. জামাল উদ্দিন জানান, শনিবার সকালে কোনো একসময় ভারতের মেঘালয় পাহাড় থেকে খাদ্যের সন্ধানে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে মায়া হরিণটি। সে সময় এলাকাবাসী কৌশলে হরিণটি আটক করে। পরবর্তীতে সংবাদ পেয়ে লাউড়েরগড় বিওপির সদস্যরা হরিণটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। লাউড়েরগড় বিওপির হাবিলদার মো. আব্দুল হান্নান হরিণটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন হরিণটি সুনামগঞ্জ ব্যাটালিয়নে হস্তান্তর করা হবে। ২ লাখ চিংড়ি রেণু জব্দ দৌলতখান (ভোলা) সংবাদদাতা ভোলার দৌলতখানে ২ লাখ চিংড়ির রেণু জব্দ করেছে থানা পুলিশ। শনিবার ভোরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মেঘনার নেয়ামতপুর চর থেকে ১১টি চিংড়ি রেণুর ভর্তি পাতিল জব্দ করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এসব চিংড়ি বিক্রির উদ্দেশে নেয়ামত চরের ব্যবসায়ীরা মজুদ করে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চিংড়ি রেণু ও মালামাল উদ্ধার করা হয়। জব্দকৃত রেণু পোনা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় চিংড়ি রেণু ধরার জালসহ অন্যন্যা সামগ্রী আটক করা হয় বলে জানান তিনি। হাতকড়াসহ আসামির পলায়ন কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা গাজীপুরের কালিয়াকৈরের হরিণহাটি এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় হাতকড়াসহ পুলিশের হাত থেকে আবির হোসেন নামের এক আসামি পালিয়েছে। শনিবার পর্যন্ত হাতকড়াসহ পালানো আসামিকে খুঁজে বের করতে পারেনি পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম আরও দুই পুলিশ সদস্য নিয়ে উপজেলার হরিণহাটি এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি ডন ও আবির হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাদের হাতকড়া পরিয়ে একটি সিএনজিতে তুলতে গেলে আবির হোসেন হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আবির সহজেই তার চেনা সরু গলি দিয়ে পালিয়ে গেলেও পুলিশ তার পিছু নিয়ে তাকে আটক করতে পারেনি। ভুয়া চিকিৎসকের ছয় মাসের কারাদন্ড স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজ মোড়ে অবস্থিত 'টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল' থেকে অধ্যাপক ডা. এফএম শাহ সেকেন্দার নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার স্বেচ্ছায় দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, ডিবির একটি দল বিশেষ অভিযান চালিয়ে 'টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল' থেকে ভুয়া চিকিৎসক এফএম শাহ সেকেন্দারকে গ্রেপ্তার করে। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্যান্টনমেন্ট এলাকার মাটিকাটা গ্রামের ওমর আলী ফকিরের ছেলে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রোকনুজ জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।