পাসোর্নাল স্টেটমেন্ট রাইটিং প্রতিযোগিতা

প্রকাশ | ২২ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
টানা তৃতীয়বারের মতো বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে ‘মেইসেস পাসোর্নাল স্টেটমেন্ট রাইটিং কম্পিটিশন’। দেশের শীষর্স্থানীয় শিক্ষাবিষয়ক পরামশর্দাতা প্রতিষ্ঠান ‘মেইসেস’ জুলাই থেকে তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে এই প্রতিযোগিতা। বিদেশে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক শিক্ষাথীের্দর জন্য ‘পাসোর্নাল স্টেটমেন্ট’ তৈরি খুবই গুরুত্বপূণর্ একটি বিষয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাথীর্রা তাদের পাসোর্নাল স্টেটমেন্ট পৃথিবীর নামিদামি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন স্পেশালিস্ট দিয়ে যাচাই করার সুযোগ পাচ্ছে। ইউনিভাসিির্ট অব গøাসগো, কুইন মেরি ইউনিভাসিির্ট অব লন্ডন, ইউনিভাসিির্ট অফ ইয়কর্, ইউনিভাসিির্ট অফ নটিংহাম, ক্যাটস কলেজ এবং কভেন্ট্রি ইউনিভাসিির্টর ভতির্ শিক্ষকরা এই বছর বিচারক হিসেবে অংশগ্রহণ করছেন। এছাড়াও রেবেকা স্টেইন, হাভার্ডর্ প্রশিক্ষিত ‘অ্যাডমিশন স্পেশালিস্ট’ আসছেন প্রতিযোগিতায় নিবন্ধনকারীদের জন্য ‘হাউ টু রাইট দ্য পাফের্ক্ট পাসোর্নাল স্টেটমেন্ট’ নামক কমর্শালা পরিচালনা করতে। বিজ্ঞপ্তি