সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১৮ মে ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
রাজধানীতে নির্মাণাধীন
ভবন থেকে পড়ে
তিন শ্রমিকের মৃতু্য
ম যাযাদি ডেস্ক
রাজধানীর বাসাবো এলাকায় নির্মাণাধীন ১০তলা ভবন থেকে নিচে পড়ে যাওয়া তিন শ্রমিকের কেউই আর বেঁচে নেই। সবশেষ শুক্রবার দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান পড়ে গিয়ে আহত মফিজুল। এর আগে সকালে ঘটনার সময় আলতাবুর ও অন্তর নামে দুই শ্রমিকের মৃতু্য হয়।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, 'সকালে বাসাবোতে নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে আলতাবুর ও অন্তর মারা যান। এ ঘটনায় শ্রমিক মফিজুলকে গুরুতর আহত অবস্থায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে দুপুর ২টার দিকে মৃতু্য হয় তার।'
নিহত মফিজুলের মরদেহ ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আলতাবুর ও অন্তরের মরদেহ আগেই এই হাসপাতালে পাঠানো হয়েছিল।
শুক্রবার সকাল ১০টার দিকে বাসাবোর
৭ নম্বর মায়াকানন মসজিদের পেছনে ১০ তলা ভবনে কাজ করার সময় ওপর থেকে পড়ে
যান ওই শ্রমিকরা।
মনোয়ারা হাসপাতালে
আগুন, রোগীদের
মধ্যে আতঙ্ক
ম যাযাদি রিপোর্ট
রাজধানীর সিদ্ধেশ্বরী মনোয়ারা হাসপাতালের একটি ভবন ভাঙার সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় আতঙ্কে অনেক রোগী ও তাদের স্বজনরা হুড়োহুড়ি করে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। তবে হাসপাতালের কর্মীরা দ্রম্নত আগুন নিভিয়ে ফেলায় তা ছড়াতে পারেনি।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আগুনের খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পাঠানো হয়। তবে তার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
একজন রোগীর স্বজন নূরুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের পাশে একটি ভবন ভাঙার সময় আগুন ধরে যায়। এ সময় ধোঁয়া ছড়িয়ে পড়ে হাসপাতাল ভবনের ভেতরেও। তখন অনেকেই তাড়াহুড়ো করে রোগীদের নামিয়ে আনেন।
হাসপাতালের একজন কর্মী বলেন, যে ভবনটি ভাঙা হচ্ছে সেটিও মনোয়ারা হাসপাতালের। সেখানে রড কাটার সময় আগুনের ফুলকি পাশে রাখা চটের ওপর পড়লে আগুন ধরে যায়। পরে হাসপাতালের কর্মীরা ছোটাছুটি করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে ফায়ার সার্ভিস চলে আসে।
মাদকবিরোধী অভিযানে
৩৫ জন গ্রেপ্তার
ম যাযাদি রিপোর্ট
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক
রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান,
গ্রেপ্তারদের কাছ থেকে ৯৩টি ইয়াবা ট্যাবলেট, ১৩৮.৫ গ্রাম হেরোইন, ২ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ৪৮ বোতল ফেনসিডিল ও ৭৯ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা দায়ের করা হয়েছে।