স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে রেলওয়ে হাসপাতালের চিকিৎসাসেবা

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কমলাপুরের রেলওয়ে হাসপাতালের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ সময় কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ে জেনারেল হাসপাতাল, বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের হৃদরোগ বিশেষজ্ঞরা দিনব্যাপী প্রায় জন ৫০০ রোগীকে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষার মত সেবা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্য রক্তচাপ ও ওজন মাপা, অসংক্রামক রোগব্যাধি সম্পর্কে সচেতন হওয়ার পারমর্শ ও লিফলেট বিতরণ করেন। তাদের সঙ্গে সেবা সহয়ক অন্যান্য জনবল যেমন- হাসপাতালের নার্সিং সুপারভাইজার, স্টাফ সিনিয়র নার্স, ওয়ার্ডবয় আয়া চিকিৎসা সেবায় সহায়তা করেন। উলেস্নখ্য, গত ১৬ এপ্রিল জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ শুরু হয়। আজ ছিল সমাপনী দিন। সেবা কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মশিউর রহমান, বাংলাদেশ রেলওয়ে জেনারেল হাসপাতালের বিভাগীয় মেডিকেল অফিসার ডা. আব্দুল আহাদ হাসপাতালের সুপারিনডেন্ট ডা. সৈয়দ ফিরোজ আলমগীর, জুনিয়র কনসালচেন্ট জেনারেল ডা. শফিকুল আলম চৌধুরী। \হমানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যপাক ডা. তৌফিকুর রহমান, সচিবালয় ক্লিনিকের চিকিৎসক ডা. মো. আলাউদ্দীন প্রমুখ।